নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার এগরা রক্তদান জীবনদান- এই অঙ্গীকারকে সামনে রেখে শুক্রবার এগরা মহকুমা আইএনটিটিইউসি’র (টোটো,অটো ইউনিয়ন) উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বারিক।
তিনি বলেন,”গরমে জেলার ব্লাড ব্যাংক গুলোতে রক্তের ঘাটতি দেখা যায়।তাই রক্তের সঙ্কট মেটাতেই রক্তদান শিবিরের আয়োজন।এক ফোঁটা রক্তের বিনিময়ে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচানো সম্ভব হয়।
আরও পড়ুনঃ ঐতিহ্যের পাশাপাশি রক্তদানের মধ্যে দিয়ে গোয়ালতোড়ের কোলে বাড়িতে অনুষ্ঠিত দুর্গাপুজো
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার এসডিপিও আকতার আলি, এগরা মহকুমা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি চন্দ্রশেখর রায়,এগরা মহকুমা আই এনটিটিইউসি’র সভাপতি শেখ সুরজ আলি, এগরা-২ ব্লক আই এনটিটিইউসি’র সভাপতি সুধাকান্ত বারিক,এগরা শহর তৃণমূল সভাপতি ও প্রাক্তন পুরপ্রধান স্বপন নায়ক,প্রাক্তন উপ-পুরপ্রধান বীরেন নায়ক,ছাত্রনেতা উদয় পাল, উপ-পুরপ্রধান পারুল মাইতি,নিধুরাম গিরি প্রমুখ।আয়োজন সংস্থার তরফে জানানো হয়েছে এ দিন ৭৫ জন রক্তদান করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584