শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেবীপুর প্রাথমিক বিদ্যালয় এবার পুনর্ভবা নদীর জলে তলিয়ে যেতে চলেছে।
বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও উদাসীন প্রশাসন।দক্ষিণ দিনাজপুর জেলার সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেবীপুর প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত।
আর ঠিক এই স্কুলের পাশ দিয়েই পুনর্ভবা নদী চলে গেছে।একইসাথে পুনর্ভবা নদী থেকে আর একটি শাখা নদী ও স্কুলের পিছন দিয়ে চলে গেছে।আর মাঝখানে রয়েছে এই স্কুল ও একটি গ্রাম।
গত কয়েকদিন আগেই ভয়াবহ বন্যায় স্কুলের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েছে ভাঙ্গন।গ্রামের প্রচেষ্টায় কিছুটা হলেও বাঁধ দিয়ে ঠেকানো গেছে। কিন্তু যদি আবারো পুনর্ভবা নদী জল ফুলে ফেঁপে ওঠে তাহলে হয়তো স্কুলের সর্বস্ব চলে যাবে।
আরও পড়ুনঃ ভরদুপুরে শূন্যে গুলি অসম পুলিশের,আতঙ্ক বক্সিরহাট এলাকায়
আরে বাঁধ ভাঙার ফলে স্কুলে আসতে চাইছে না ছাত্র-ছাত্রীরা।এই স্কুলে মোট ছাত্র সংখ্যা ৯৮ জন থাকলেও উপস্থিত শুধুমাত্র ৪০ থেকে ৫০ জন।অভিভাবকদের দাবি এই অবস্থায় শিশুদেরকে আমরা ভয়ে স্কুলে পাঠাচ্ছি না। কারণ স্কুলের বাঁধের যে পরিস্থিতি তা যখন তখন বিপদজনক হয়ে উঠতে পারে।স্কুলের বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে দেবীপুর গ্রামও পুনর্ভবা জলে তলিয়ে যাবে বলে আশঙ্কা এলাকাবাসীর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584