নিজস্ব সংবাদদাতা মেদিনীপুরঃ
মেদিনীপুরের ড.আম্বেদকর সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার ড.আম্বেদকরের জন্মদিনে উপলক্ষ্যে মেদিনীপুর কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় শিবির। শিবিরের সোসাইটির সদস্য-সদস্যাদের পাশাপাশি শুভানুধ্যায়ীরা রক্তদান করেন।রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ ব্লাড সেন্টার কর্তৃপক্ষ। রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করেন “টীম রক্তযোদ্ধা”।ড.আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে এদিনের শিবিরের সূচনা হয়। কর্মসূচিত সোসাইটির পক্ষ থেকে স্বাগত জানান সোসাইটির সম্পাদক সম্রাট পন্ডিত, সভাপতি তপন পন্ডিত সহ সোসাইটির অন্যান্যরা।
আরও পড়ুনঃ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একদিনের জাতীয় সেমিনার
এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাগ্মী প্রাক্তন শিক্ষক নন্দদুলাল ভট্টাচার্য, অধ্যাপক ড.পার্থ প্রতিম চক্রবর্তী, রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর, সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল, প্রধান শিক্ষক বিপ্লব আর্য, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, সমাজকর্মী রীতা বেরা অভ্রজ্যোতি নাগ,ফাকরুদ্দিন মল্লিক, মুস্তাফিজুর রহমান, দীপান্বিতা সেন খান,অক্ষয় গোপ অধ্যাপিকা মুনমুন পান প্রমুখ। আম্বেদকর সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক সম্রাট পন্ডিত সভাপতি তপন কুমার পন্ডিত,সহ সম্পাদক কৌশিক দাস,সহ সভাপতি ড.কাজল নয়ন মজুমদার, প্রীতিশ মুরারকা, দেবারতি জানা,স্বর্ণালী ভট্টাচার্য, নির্মলেন্দু মান্না,সৌরভ চক্রবর্তী, বিশ্বজিৎ মাইতি সহ অন্যান্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584