সুদীপ কুমার খাঁড়া,পশ্চিম মেদিনীপুর:
কেশপুর ব্লকের ঝেঁতলা ঐক্য সম্মিলনীর দুর্গাপূজা এবছর বিংশতি(২০) বছরে পদার্পণ করলো।এই বছরের পূজাকে স্মরণীয় করে রাখাতে নানা সমাজসেবা মূলক ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে ঐক্য সম্মিলনীর পক্ষ থেকে । তারই অঙ্গ হিসাবে আজ পঞ্চমীর সকালে স্থানীয় ঝেঁতলা ইয়ং স্টার সুসৌর গাঁওতার সহযোগিতায় ও ঐক্য সম্মিলনীর উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির ।
শিবিরের উদ্বোধন করেন স্থানীয় শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন প্রসাদ চৌধুরী । শিবিরে ২জন মহিলা সহ মোট ৩৪ জন রক্তদাতা রক্তদান করেন।
উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য তপন কুমার মাজি, সমাজসেবী করুণাসিন্ধু দন্ডপাট,পূজা কমিটির সম্পাদক প্রতিকেশ চৌধুরী, সভাপতি স্বপন দন্ডপাট, ইয়ংস্টারের সভাপতি লোটন সিং,সম্পাদক কৃষ্ণ প্রসাদ হেমরম ,উপদেষ্টা মানস চৌধুরী, সবিতা সামন্ত, পানমনি মুরমু, কাজল দত্ত, সুজলা দন্ডপাট প্রমুখ।
গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্নেহাশীষ চৌধুরী ও সোমনাথ দন্ডপাট ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584