ঈদ উপলক্ষে রক্তদান শিবির লালবাগে

0
56

শুভব্রত সরকার, ওয়েব ডেস্ক:
১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আহত সৈনিকদের সাহায্যে প্রথম স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হয়। বর্তমান পরিস্থিতিতে বেড়ে চলেছে রক্তের চাহিদা। রক্তদানে এগিয়ে আসছে বিভিন্ন ক্লাব থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থা l আজ মুর্শিদাবাদের সন্নাসীডাঙ্গাতে পবিত্র ঈদ উপলক্ষে সেই রকম একটি রক্তদান শিবিরের আয়োজন করে সন্ন্যাসীডাঙ্গা নজরুল সংঘ l এই শিবিরে এলাকার ৫২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন l

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের জয়েন্ট বি.ডি.ও কল্যাণ রায়, যুগ্ম জয়েন্ট বি.ডি.ও তাপস গায়েন, গ্রাম পঞ্চায়েত প্রধান রিনাদাস সরকার, শংকরপুর গঙ্গাধর পাড়া মসজিদের ইমাম রায়হান মন্ডল সহ আরও অনেক বিশিষ্ট ব্যাক্তি l ক্লাবের এক সদস্য জানান ক্রমবর্ধমান রক্তের চাহিদা বৃদ্ধি প্রসঙ্গে জনসচেতনতা বৃদ্ধি ও রক্তের যোগান দিতে তাদের এই উদ্যোগ l এই শিবিরের সহযোগিতায় ছিল লালবাগ মহকুমা হসপিটালের ব্লাডব্যাঙ্ক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here