শ্রাদ্ধ বাসরে রক্তদান শিবির

0
745

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:-

গত ২০শে মার্চ পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতার রাজারহাটের এক বেসরকারি হাসপাতালে মারা যান পূর্ব মেদিনীপুর জেলার সাহড়দার কুমারপুর হটেশ্বর হাইস্কুলের প্রাক্তন শিক্ষক বছর ৬৮’র ভোলানাথ পতি। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন হয়েছিল অনেক রক্তের। যা যোগাড় করতে বেশ বেগ পেতে হয়েছিল তাঁর পরিবারকে। তাঁর মৃত্যুর দিনই শশ্মানে বসেই পারিবারিক বন্ধু, আত্মীয় স্বজন ও গ্রামবাসীরা সিদ্ধান্ত নেন এই জনপ্রিয় শিক্ষকের শ্রাদ্ধ বাসরে রক্ত দান শিবির আয়োজনের।

এগিয়ে আসেন পতি পরিবারের ঘনিষ্ঠ বন্ধু মেদিনীপুর কুইজ কেন্দ্রের সম্পাদক মৌসম মজুমদার ও তাঁর সংস্থা।সাহায‍্যের হাত বাড়ান ওয়েষ্ট বেঙ্গল ভলেন্টারী ব্লাড ডোনার্স ফোরাম, সাহড়দা রক্তকরবী ও গ্রামের মানুষ। সেই মোতাবেক শুক্রবার ভোলানাথ পতির শ্রাদ্ধ বাসরে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এই শিবিরে ৩ জন মহিলা সহ ৩২ জন‌ রক্তদাতা রক্তদান করেন।

চলছে রক্তদান

রক্তদাতা দের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হয় একটি করে নারকেল চারা গাছ। রক্তদাতা দের উৎসাহ দিতে হাজির হয়ে ছিলেন বিধায়ক ইব্রাহিম আলী , প্রাক্তন বিধায়ক চিত্তদাস ঠাকুর, মেদিনীপুর কুইজ কেন্দ্রের সম্পাদক মৌসম মজুমদার, মৌপাল দেশপ্রাণ হাইস্কুলের প্রধান শিক্ষক প্রসূন পড়িয়া, শিক্ষক সুজন বেরা, শিক্ষক সুদীপ খাঁড়া , সুভাষ জানা,অরুণ সাউ প্রমুখ। মৌসম বাবু নিজেও এই শিবিরে রক্ত দান করেন।

সমস্ত রক্তদাতা দের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানান স্বর্গীয় ভোলানাথ পতির পুত্র ভাস্করব্রত পতি,স্ত্রী ঋতরানী পতি, পুত্রবধূ জয়ন্তী পতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here