নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ
মেদিনীপুর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা সদ্য প্রয়াত গৃহবধূ চিন্ময়ী ঘোষের স্মৃতিতে বুধবার রক্তদান শিবির ও মরনোত্তর দেহ দান শিবির আয়োজিত হলো চিন্ময়ী দেবীর দুই পুত্র বিশ্বজিৎ ঘোষ ,ইন্দ্রজি্ৎ ঘোষ ও দুই পুত্রবধূ মহুয়া ঘোষ ও জয়তী ঘোষ সহ ঘোষ পরিবারের অন্যান্য সকলের উদ্যোগে।হবিবপুরে ঘোষ পরিবারের নিজস্ব বাসভবনে আয়োজিত এই শিবিরে সবাইকে স্বাগত জানান প্রয়াত চিন্ময়ী দেবীর স্বামী নারায়ণ চন্দ্র ঘোষ সহ পরিবারের অন্যান্য শুভানুধ্যায়ীরা।শিবিরে ১৪ জন মহিলা সহ মোট ৩০ জন রক্তদান করেন। চিন্ময়ী দেবীর দুই পুত্র ও দুই পুত্রবধূ সহ বেশ কয়েকজন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মাধ্যমে মরনোত্তর দেহদানের অঙ্গীকার করেন।

শিবিরের সূচনায় প্রয়াত চিন্ময়ী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত অতিথিবৃন্দ। এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান, বিশিষ্ট চিকিৎসক ডাঃ বি বি মন্ডল, রক্তদান আন্দোলন তথা সর্রভারতীয় যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব তাপস সিনহা,পূরসভার তিন কাউন্সিলর ইন্দ্রজিৎ পাণিগ্রাহী,সুসময় মুখার্জি, মিতালী ব্যানার্জী, শিক্ষক বুদ্ধদেব দাস, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,সেবিকা তৃপ্তি সিনহা, বিজ্ঞান আন্দোলনের নেতৃত্ব ড.বাবুলাল শাসমল, সুকুমার সাহা, সুস্মিতা কুন্ডু, সুতপা সেনাপতি, সন্তোষ কুমার বর্মন, শিক্ষক প্রণব হড়,সমাজকর্মী রীতা বেরা, রাকিবুল হাসান, দীপান্বিতা সেন খান, সঙ্গীত শিল্পী সুমন্ত সাহা, দেবলীনা সাহা, নৃত্যশিল্পী রাজনারায়ণ দত্ত,শ্রাবনী দত্ত,রিমা কর্মকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ও ঘোষ পরিবারের শুভানুধ্যায়ীরা। অন্যান্যদের সহযোগিতায় শিবিরটি সঞ্চালনা ও পরিচালনা করেন ঘোষ পরিবারের একান্ত শুধানুধ্যায়ী বিশিষ্ট সমাজকর্মী তাপস সিনহা। এদিন শিবিরে রক্তসংগ্রহ করেন খড়্গপুর ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584