নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের ডোমকল ভৈরব মহাসংঘের উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে রক্তদান শিবির ও হাসপাতালের রোগীদের মধ্যে খাবার বিতরণ করা হলো মঙ্গলবার।
বর্তমান সময় যখন করোনা ভাইরাস নিয়ে ব্যস্ত, এমন কি বিশ্ববাসীকে যখন কোনো অধিক জনসমাগম থেকে সরে আসার কথা বলা হচ্ছে, এমন কি রাজ্য সরকার সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
সেই সবকিছুকে উপেক্ষা করে আজ ১৭ই মার্চ ডোমকল পঞ্চায়েত সমিতির সভা হল ঘরে সংঘের মহিলারা রক্ত দেন। এদিন মোট ৫৫ জন মহিলা রক্ত দেন।
আরও পড়ুনঃ জেলার উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য সম্মান ও করোনা সচেতনতা শিবির
ডোমকল মহকুমা হাসপাতালে রুগীর খাবার বিতরণ করেন সংঘের উদ্যোগে। অসহায় দুস্থ ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ তুলে দেন বিভিন্ন আধিকারিক গণ।
সংঘের মহিলাদের সেলাই মেশিন ও প্রিন্টার দেওয়া হয় ১১ টা সংঘকে এদিনের অনুষ্ঠান থেকে।উপহার তুলে দেন ও যারা রক্ত দেন তাদেরকে উৎসাহ দেবার জন্য একটি করে প্রেসার কুকার দেন সংঘের পক্ষ থেকে।
উপস্থিত ছিলেন, মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহানাজ বেগম, সদস্য হাজিকুল ইসলাম, জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক সুদীপ্ত পোড়েল, ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা বিবি, মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রকল্প অধিকর্তা গ্রামোন্নয়ন বিভাগ দেবাঋতি ইন্দ্র, ডোমকল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থ মন্ডল সহ প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584