নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কয়েকদিন বাদেই শুরু হবে রোজা। সেই সময়ে অনেকে রক্ত দিতে চাইবেন না। তাই তার আগেই তাঁরা এসে এই কর্মসূচি পালন করে গেলেন হাসপাতালের ব্লাড ব্যাংকে। মাত্র তিন সপ্তাহের মাথায় আবারও হাসপাতালে এসে মুমুর্ষ রোগীর জন্য রক্তদান করলেন চোপড়ার লিমরা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সমাজ কর্মীরা।
বুধবার ইসলামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে পৌঁছে রক্তের সংকট মেটাতে ওই সংস্থার সদস্যরা এভাবেই এগিয়ে এলেন। যদিও এ বিষয়ে চোপড়ার লিমরা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ফায়াস মতি জানিয়েছেন, গত ৩১ শে মার্চ তাঁরা ব্লাড ব্যাংকে এসে ক্যাম্প করে ২১ জনের একটি ইউনিট রক্ত দান করে গেছেন।
আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে প্রেস ক্লাবকে স্যানিটাইজ ছাত্র পরিষদের
তারপর আবার হাসপাতালে রক্তের সংকট দেখা দেওয়ায়, তারা আবারও সবাই মিলে চলে এসেছেন। এদিন প্রায় পঁচিশ ইউনিট রক্ত সংগ্রহ করার কথা তিনি জানান। এক মাসের মধ্যে পরপর দুবার রক্তদান শিবির করায় সমাজ কর্মীদের সাধুবাদ জানিয়েছেন ইসলামপুর ব্লাড ব্যাংকের কর্মীরা। পাশাপাশি চোপড়ার লিমরা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584