নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মহামারী করোনা পরিস্থিতির জেরে রাজ্যে রক্তদান শিবির কমেছে। কারণ যে সমস্ত ক্লাব সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সমাজ সংগঠনগুলি এই রক্তদান শিবির এর মধ্য দিয়ে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর উদ্যোগ নিত।
তবে বর্তমান রাজ্য সরকার ও স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুসারে রাজ্যে লকডাউন থাকার কারণেই প্রায় বন্ধ রয়েছে রক্তদান শিবির গুলি। এমন পরিস্থিতিতে রক্তের চাহিদা মেটাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও সমুদ্র সৈকত দিঘা মোহনা উপকূল থানার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ করোনায় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান বিএড-ডিএড কলেজের
এ দিন ওল্ড দিঘার এক বেসরকারি সভাগৃহে হয় এই শিবির। এদিনের এই শিবিরে দিঘা মোহনা উপকূল থানার ওসি বিনয় মান্না এবং দিঘার আইসি সুজয় মুখ্যার্জী- সহ ৩০ জন পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা রক্তদান করেন।
এছাড়াও এই শিবিরে উপস্থিত ছিলেন ডিএসপি (ইউ টি) ঈপ্সিতা দত্ত, দিঘা থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান। এর পাশাপাশি ছিলেন রামনগর-১ এর বিডিও বিষ্ণুপদ রায় ও রামনগর-১ ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র, স্থানীয় পঞ্চায়েত সদস্য দীপঙ্কর সুঁই প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584