নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
‘রক্তদান মহৎদান’ এই অঙ্গীকারকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বরিশা এলাকায় কোলাঘাট স্বামীজি অ্যাকাডেমির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মূলত গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যেই এই পদক্ষেপ।
রবিবার রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন মেন্টর অসিত ব্যানার্জী। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এটা একটা মহৎ কাজ। রক্তদান মহৎ দান এতে উপকৃত হবে এলাকার মানুষ। শুধু তাই নয় নানান ধরনের সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে এই সংগঠন”।
আরও পড়ুনঃ দশ দিন ব্যাপী চলা প্রশিক্ষণ শিবিরের শুভ সমাপ্তি অনুষ্ঠান
এমনকি আগামী দিনে এই সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন মেন্টর অসিত ব্যানার্জী। অন্যদিকে স্বামীজি অ্যাকাডেমির সম্পাদক বিশ্বনাথ দাস বলেন, “আমরা সারা বছরই নানান ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকি”।
তবে করোনা ভাইরাস নিয়ে তিনি বলেন “ভারতবর্ষে সেভাবে করোনা ভাইরাসের লক্ষণ এখনও পর্যন্ত দেখা যায়নি। তবে আগামী দিনে আমাদের আরও সতর্ক থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়ে আমাদের চলতে হবে”। তবে যাই হোক করোনা ভাইরাসকে নিয়ে যে যথেষ্ট আতঙ্কিত গোটা দেশ তা বলাই বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584