মোহনা বিশ্বাস, উত্তর ২৪ পরগণাঃ
করোনা ভাইরাসের কবলে পড়ে স্তব্ধ হয়েছে জনজীবন। দেশ জুড়ে চলছে লকডাউন। একই সাথে ঘরবন্দি প্রত্যেকটি মানুষ। অন্যদিকে হাজার হাজার মানুষ ভর্তি রয়েছে সমস্ত হাসপাতালগুলিতে। এদিকে ব্লাড ব্যাংকের রক্ত তলানিতে ঠেকেছে। এই অবস্থায় ব্যাংকগুলিতে রক্ত সংকটের জেরে ভুগছেন থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লকডাউনে বন্ধ রাখা হয়েছে বিভিন্ন ক্লাবের রক্তদান শিবির। তাহলে কোথা থেকে আসবে এত রক্ত? এই প্রশ্নটা উঠতেই দেশের এই কঠিন সময়ে পুলিশ প্রশাসনকে রক্তদানের অনুমতি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ শহরকে জীবাণুমুক্ত করার উদ্যোগ নিল আলিপুরদুয়ার দমকল -পুরসভা
এই অনুমতি পাওয়া মাত্রই রক্তদানে এগিয়ে এলেন নৈহাটি থানার পুলিশ আধিকারিকরা। রবিবার নৈহাটি থানার উদ্যোগে একটি রক্তদান শিবির আয়োজিত হয়। এদিন মোট ৫০ জন, পুলিশ কর্মী এই শিবিরে রক্তদান করেন। শুধু তাই নয় করোনার সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, সেইজন্য সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্ব মেনেই এদিন রক্তদানকারীরা স্বাস্থ্য পরীক্ষা করে তবেই তাদের রক্ত নেওয়া তাদের।
নৈহাটি থানার পুলিশকর্মীদের এইরূপ রক্তদানের বিষয়ে নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিক বলেন, “মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী পুলিশ প্রশাসন সবাই মিলিত হয়ে এই রক্তদান উৎসব করছে। এটা সত্যিই খুব সুন্দর উদ্যোগ। দেশের এই দুর্দিনে বহু থ্যালাসেমিয়ার রোগী এতে উপকৃত হবেন। এই রকম একটি কাজ করার জন্য নৈহাটি থানার সমস্ত পুলিশকর্মীদের অনেক শুভেচ্ছা জানাই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584