দিনহাটায় রক্তদান শিবির

0
25

অমৃতা চন্দ,কোচবিহারঃ

সমতা যুব সংঘের পরিচালনায় দিনহাটা শহরের মা মহামায়া কমপ্লেক্সে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। আজ সকালে এই শিবিরের উদ্বোধন করেন রাজ্যের বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ। উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার কাউন্সিলর অসীম নন্দী, সুমতি সেঠিয়া ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধন। নিজস্ব চিত্র

সংস্থা সূত্রে জানা যায়, মহিলা সহ মোট ৪০ জন এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন।

রক্তদান। নিজস্ব চিত্র

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক উদয়ন গুহ বলেন, রক্ত দান মহৎ কাজ মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হয় তখন এক বিন্দু রক্ত সেই রোগীর প্রাণ বাঁচাতে সাহায্য করে। যারা রক্ত দান করেন তারা অবশ্যই সমাজের স্বার্থে কাজ করেন। রক্ত কোন ল্যাবরেটরি তে উৎপন্ন হয় না যার উৎস একমাত্র মানুষের শরীর। একমাত্র মানুষই পারে এই রক্তদান করতে।তাই যে রক্ত দান করেন সে সমাজের উপকার করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here