নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনার লকডাউনে যে রক্ত সংকট দেখা দিয়েছে, তা দূর করতে এবার এগিয়ে এলেন হাসপাতালের ফার্মাসিস্ট, চিকিৎসক এবং কর্মীরা।
রবিবার ইসলামপুর মহকুমা হাসপাতালে হসপিটাল এমপ্লয়ার্স আয়োজিত ওই শিবিরে ৩৮ জন রক্তদান করেন।
রক্তদানের আয়োজকদের পক্ষে ব্লাড ব্যাংকের ফার্মাসিস্ট অংশুমান ঘোষ মজুমদার জানিয়েছেন, এই সংকটের সময় এই রক্ত খুবই কাজে দেবে। শিবিরে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার অশোক সিনহা, ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার কৌস্তব নন্দী প্রমুখ। রক্তদানে এগিয়ে আসেন হাসপাতালের চিকিৎসকরাও।
আরও পড়ুনঃ পর্যাপ্ত পরিমাণ কিটের অভাব, রক্ত দিতে পারলেননা বহু দাতা
ব্লাড ব্যাংক সূত্রে জানা গেছে, এই সংকটের মুহূর্তে ব্লাড ব্যাংকে রক্ত না থাকলে বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা সমস্যায়। কারণ তাদেরকে নিয়মিত রক্তদান করে সুস্থ্ রাখতে হয়। আজকের কর্মসূচি সফল করতে এগিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং রেজা কমিটি নামে একটি সমাজকল্যাণমূলক সংস্থাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584