শ্যামল রায়, কালনাঃ
করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্ব তোলপাড়। মর্মান্তিক ঘটনা এবং মৃত্যুর মিছিল ক্রমেই বাড়ছে দেশ-বিদেশে। এই মারণ ব্যধির হাত থেকে রেহাই পেতে ভারতবর্ষ জুড়ে চলছে এই লকডাউন। আর এই লকডাউনকে কেন্দ্র করে বিভিন্ন ব্লাড ব্যাংকে ইতিমধ্যেই ব্যাপক হারে রক্ত সংকট দেখা দিয়েছে।
ফলে বহু মুমূর্ষ রোগীর পক্ষে চরম সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই লকডাউন। তাই রক্ত সংকট কাটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দ্রুত বিভিন্ন থানা ও হাসপাতালের উদ্যোগে রক্ত দান করতে হবে।
আরও পড়ুনঃ রেলইঞ্জিন কারখানায় তৈরি হচ্ছে মেডিক্যাল বেড-ওয়ারড্রব, কামরায় হচ্ছে আইসোলেশন ওয়ার্ড
নির্দেশ মত শনিবার কালনা রেল স্টেশন চত্বরে জিআরপির তরফ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জিআরপি পুলিশ আধিকারিক সুজিত হালদার, নবদ্বীপ জিআরপি পুলিশ আধিকারিক প্রদ্যুৎ ঘোষ সহ পুলিশ এবং সিভিকরা।
তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বিভিন্ন জিআরপির তরফ থেকে মোট ৩৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন এই দিন। রক্ত দিয়ে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে লকডাউন চলাকালীন কোন রকম জমায়েত সমাবেশ করা নিষিদ্ধ আমরা লকডাউন মেনেই স্বেচ্ছায় রক্তদান করলাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584