জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
নির্বাচনী বিধি লাগু থাকায় রাজনৈতিক দলগুলো রক্তদান শিবির করতে পারছে না, ফলে মুর্শিদাবাদ জেলা জুড়ে দেখা গেছে রক্তের সংকট। সেই রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো কান্দির প্রশাসন।
কান্দি জয়েন্ট বিডিও সুব্রত কুমার সরকারের জানিয়েছেন যে, কান্দির প্রত্যেক পঞ্চায়েতের সহযোগিতায় গত সপ্তাহ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যাতে করে হসপিটালে রক্তের সংকট না হয়, এই রক্তদান শিবিরের ফলে হাজার মুমূর্ষু ব্যাক্তি উপকৃত হবে।
সোমবার বেলা ১০টা থেকে জীবন্তির মহলন্দী ২ নম্বর পঞ্চায়েতে স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হয়, প্রায় ১০ জন মহিলা সহ ত্রিশ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেছেন।
আরও পড়ুনঃ খড়গ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী আশিষ মার্জিতের নির্বাচনী প্রচারে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর
এইদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও সুব্রত কুমার সরকার ছাড়াও উপস্থিত ছিলেন মাননীয়া প্রধান মমতাজ বেগম, সভাপতি তফেজুল সেখ, মাধব মন্ডল, সুজাউদ্দীন সেখ, রতন প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584