শ্যামল রায়,নদীয়াঃ
শুক্রবার ইছাপুরের মায়াপল্লীতে বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হলো।প্রচন্ড গরম এবং লোকসভা নির্বাচন থাকার কারণে বহু হাসপাতালে রক্তশূন্যতা দেখা দিয়েছে তাই হাসপাতালে রক্ত সংকট মেটাতে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বিবেকানন্দ ক্লাব।
এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন উত্তর ব্যারাকপুরের পৌর প্রধান মলয় ঘোষ।এছাড়াও উপস্থিত ছিলেন বি এন বোস হাসপাতাল এর সুপার সুদীপ্ত ভট্টাচার্য,সংগঠনের সম্পাদক রাম প্রসাদ ঘোষ ও অন্যতম কর্ণধার শান্তনু কর সহ অন্যান্যরা।জানা গিয়েছে যে এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় চল্লিশ জন রক্ত দান করে।
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন
রাম প্রসাদ ঘোষ জানিয়েছেন যে, “বিবেকানন্দ ক্লাব শুধু রক্তদান শিবির নয় বছরের মাঝেমধ্যেই ছাত্রছাত্রীদের মধ্যে খাতা পেন্সিল এবং গরীব অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র প্রদান সহ নানা সামাজিক কর্মকাণ্ড করে থাকে।”এদিনের শিবিরের উদ্যোগের জন্য ক্লাব সদস্যদের সাধুবাদ জানান স্থানীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584