তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

সারা দেশের সাথে উত্তর দিনাজপুর জেলাতেও আগামী ১৮ই এপ্রিল এক দিনের ভোট উৎসব।রক্তদান সব সময় হলেও ভোটের সময় নির্বাচনী বিধি লাগু হবার কারনে এই মুহূর্তে রক্তদান শিবিরের আয়োজন কোন রাজনৈতিক দলের পক্ষে করা সম্ভব নয়।

রক্তদান শিবিরের আয়োজন না করলেও আমরা ভোটের প্রচারের সাথে সাথে রক্তদান জীবন দান তাই তার প্রচার রাজনৈতিক দলগুলো করতে পারলে তা হবে এক অভিনব উদ্যোগ।তাই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের জেলা সম্পাদক সুব্রত সরকার বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে গিয়ে এই অভিনব আবেদন জানালে তার জন্য সুব্রত সরকারকে অভিনন্দন জানায়।
আরও পড়ুনঃ তেহাট্টা সদানন্দ মহাবিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন
বৃহস্পতিবার সুব্রত সরকার কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি কার্তিক পালকে এব্যাপারে জানালে তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানান।সুব্রত সরকার রায়গঞ্জের সাথে সাথে কালিয়াগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গিয়ে ভোটের প্রচারের সাথে রক্ত দানের প্রচারের আবেদন করা হয় সে ব্যাপারে আবেদন জানান সুব্রত সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584