এবার নীল চাঁদের দেখা মিলবে বিশ্বের সর্বত্র

0
119

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

এবার বিশ্বের সর্বত্রই নীল চাঁদ দেখা যাবে। ইংরেজি ভাষায় একটা প্রবাদ রয়েছে, ‘ওয়ানস ইন এ ব্লু মুন’। অর্থাৎ যা সহজে দেখা মেলে না। কিন্তু এবার মাত্র কয়েকটা দিনের মধ্যেই তার দেখা মিলতে চলেছে। যে বিষয়টিকে নিয়ে এই প্রবাদের উৎপত্তি অর্থাৎ সেই ‘ব্লু মুন’-এর দেখা মিলবে এবার।

blue moon | newsfront.co
ফাইল চিত্র

তবে সেদিন চাঁদকে মোটেই নীল রঙের দেখা যবে না। কারণ, নীল রঙের চাঁদ হয়ই না। যেমন আমরা পূর্ণিমার চাঁদ দেখি, তেমনই দেখা যাবে। ‘ব্লু মুন’ নামকরণের অর্থ হল একই মাসে দুটি পূর্ণিমা হলে তার দ্বিতীয়টিকে ব্লুএ মুন বা নীল চাঁদ বলা হয়।

অক্টোবর মাসে দুটি পূর্ণিমা দেখা যাবে। প্রথমটি ১ অক্টোবর এবং পরেরটি মাসের শেষ দিন ৩১ অক্টোবর দেখা যাবে। সেই কারণে ৩১ অক্টোবরের পূর্ণিমাকে নীল চাঁদ আখ্যা দেওয়া হয়েছে। সেদিনই আবার হ্যালোউইন।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর অসাম্যের মুখোমুখি হবে বিশ্ব অর্থনীতিঃ কারমেন রেইনহার্ট

আগামী ৩১ অক্টোবর হ্যালোউইন পালন করবে খ্রীস্টান ধর্মাবলম্বী মানুষেরা। তার সঙ্গে সেই রাতেই এক দুর্লভ মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে গোটা বিশ্ব। বিশ্বের সমস্ত টাইম জোন থেকেই প্রত্যক্ষ করা যাবে অতি বিরল এই নীল চাঁদ।

ভারত-সহ এশিয়া মহাদেশের অন্যান্য দেশ, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে দেখা যাবে নীল চাঁদ। ২০০১ সালে এই ঘটনা শেষ ঘটেছিল, আবার এই ঘটনা ঘটবে ২০৩৯ সালে। তবে সেবারেও পৃথিবীর সব জায়গা থেকে চাঁদ দেখা যাবে কি না, তা জানা নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here