ভয়ঙ্কর অসাম্যের মুখোমুখি হবে বিশ্ব অর্থনীতিঃ কারমেন রেইনহার্ট

0
59

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাস মহামারির ফলে বহু দেশের বেহাল অর্থনীতি ঘুরে দাঁড়াতে লাগবে আরো পাঁচ বছর, বললেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ।

Carmen Reinhart | newsfront.co
কারমেন রেইনহার্ট

করোনা পরিস্থিতির ফলে তৈরি হওয়া বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কাটতে অনেক দেশের প্রায় পাঁচ বছরও লাগতে পারে। যার ফলে ভয়ঙ্কর অসাম্যের মুখোমুখি হবে বিশ্ব অর্থনীতি, মত বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কারমেন রেইনহার্ট।

লকডাউনের কারণে যেসব বিধিনিষেধ রাখা হয়েছিল, সেগুলো প্রত্যাহার করা হলে হয়তো দ্রুত কিছুটা অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে কিন্তু সম্পূর্ণ মন্দা কাটিয়ে উঠতে প্রায় পাচঁ বছর লাগবেই। মাদ্রিদে একটি কনফারেন্সে রেইনহার্ট জানান তাঁর এই দূরবর্তী পর্যবেক্ষণের কথা।

আরও পড়ুনঃ মোদীর হাতে রাজনৈতিক মূলধন আছে আর মাত্র ছ’মাসেরঃ সুব্রমনিয়ম স্বামী

বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনৈতিক বিশেষজ্ঞ আরও বলেন, প্রধান সমস্যার বিষয় হল, তুলনামূলক বিচারে অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলির এই মন্দার ধাক্কা কাটাতে অনেক বেশি সময় লাগবে, ধনী দেশগুলির থেকে। যার ফলে বিশ্ব অর্থনীতিতে এক বিশাল সাম্যের অভাব তৈরি হবে, যার প্রভাবও বেশি দেখা যাবে দরিদ্র দেশগুলির ওপর। বিগত কুড়ি বছরের মধ্যে বিশ্ব অর্থনীতির পরিস্থিতি এমন সংকট প্রত্যক্ষ করেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here