অযোধ্যায় বিকল্প জমিতে প্রস্তাবিত মসজিদ-হাসপাতালের নক্সা প্রকাশ

0
105

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

অযোধ্যায় মসজিদের জন্য পাওয়া বিকল্প পাঁচ একর জমিতে মসজিদের পাশাপাশি থাকবে হাসপাতাল, কমিউনিটি কিচেন এবং লাইব্রেরি। কেমন হবে সেই মসজিদ এবং হাসপাতাল! শনিবার তার প্রথম নকশা প্রকাশ করল সুন্নি ওয়াকফ বোর্ড দ্বারা গঠিত ট্রাস্ট ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন।

Blueprint of Ayodha mosque hospital | newsfront.co
ছবিঃ স্ক্রিনশট

অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দির থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ধন্নিপুর গ্রামে সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হতে চলেছে এই মসজিদ। নকশা তৈরির দায়িত্বে থাকা জামিয়া মিলিয়া ইসলামিয়ার স্থাপত্য বিদ্যা বিভাগের ডিন এসএম আখতার আগেই জানিয়েছিলেন যে, নকশা অনুসারে নতুন মসজিদের সঙ্গে পুরনো বাবরি মসজিদের স্থাপত্যের মিল নেই। যা স্পষ্ট হলো মসজিদ এবং হাসপাতালের প্রকাশিত ছবিতে।

এদিন ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন যে নকশা প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে, বিশ্বের অন্যান্য আধুনিক মসজিদের মতোই এটি দেখতে হবে। অধিকাংশ অংশই কাঁচ দিয়ে ঘেরা। মসজিদের পাশেই হবে অত্যাধুনিক হাসপাতাল।

আরও পড়ুনঃ ভ্যাকসিন থেকে মুখ ফেরাচ্ছে ৭০ শতাংশ ভারতীয়, সমীক্ষায় এল চাঞ্চল্যকর তথ্য

ঐতিহ্য মেনে মসজিদের মাথায় থাকছে বিশালাকার গম্বুজ তবে, তা পুরোটাই প্রায় পাশ্চাত্য স্থাপত্যের আদলে তৈরি করা হচ্ছে। মসজিদের মূল ভবনটিও আধুনিক স্থাপত্যেরই নিদর্শন। মসজিদ চত্বরে থাকছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও।

আরও পড়ুনঃ কৃষক বিক্ষোভে উত্তাল রাজধানী, হঠাৎ গুরুদ্বারে পৌঁছে মাথা নত মোদীর

মসজিদ প্রকল্পের দায়িত্বে থাকা মুখ্য আর্কিটেক্ট এসএম আখতার জানান, হাসপাতালে ৩০০ বেডের ব্যবস্থা থাকবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের আনা হবে। গোটা মসজিদটি সৌরশক্তিচালিত হবে। মসজিদের ভিতরের তাপমাত্রা বাড়ানো-কমানোর ব্যবস্থা থাকবে।

সম্ভবত আগামী বছরই মসজিদ নির্মাণের প্রথম দফার কাজ শুরু হবে। ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন। প্রথম দফায় মসজিদ এবং পরবর্তীতে দ্বিতীয় দফায় তৈরি হবে হাসপাতাল এবং অন্যান্য সব কিছু। তবে মসজিদটির নাম এখনও ঠিক করা হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here