শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ ত্রিপুরা হাইকোর্টে মিলল না আগরতলায় অভিষেকের মিছিলের অনুমতি। ত্রিপুরা হাইকোর্টে ত্রিপুরা সরকার জানায় আগামী ৪ নভেম্বর পর্যন্ত করোনা অতিমারি এবং দুর্গা পুজোর কথা মাথায় রেখে সব ধরণের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আদালত অনুমতি দিল না মিছিলের। তবে তৃণমূল সূত্রে খবর, মিছিল বাতিল হলেও বুধবার আগরতলায় যাচ্ছেন অভিষেক , অংশ নেবেন অন্যান্য কর্মসূচিতে।
গত ১৫ সেপ্টেম্বর আগরতলায় মিছিলের ডাক দেয় তৃণমূল কংগ্রেস,মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা ছিল অভিষেকের। সেই মিছিলের অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিশ, এর পর ১৬ সেপ্টেম্বর ফের মিছিলের জন্যও মেলেনি অনুমতি৷ ২২ সেপ্টেম্বর মিছিলের অনুমতি চেয়ে এবার ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল নেতৃত্ব৷ এই মামলায় আইনি পথে গিয়েও বুধবার আগরতলায় অভিষেকের মিছিলের অনুমতি মিললো না তৃনমূলের।
অন্যদিকে তৃণমূলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল আটকাতেই গতকাল জমায়েত বন্ধের নির্দেশিকা জারি করেছে বিপ্লব দেবের সরকার। ত্রিপুরা সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584