কালনা ২ এ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন নির্বিঘ্নে

0
86

শ্যামল রায়,কালনাঃ

বুধবার শিক্ষক দিবসের দিনে কালনা ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে বোর্ড গড়ল তৃণমূল কংগ্রেস।এদিন পঞ্চায়েত সমিতির ২৪ জন সদস্য সদস্য উপস্থিত ছিলেন।সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের সেমিনার হল ঘরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমিতির সদস্য সদস্যদের শপথবাক্য পাঠ করান সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেবঘড়িয়া।
সভাপতি সহসভাপতি নির্বাচনের প্রাক্কালে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের  বিদায়ী সভাধিপতি  দেবু টুডু,তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায়, সংসদ সুনীল মণ্ডল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু সহ অনেকে।

নিজস্ব চিত্র

পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন নীলিমা কূপটিও সহসভাপতি নির্বাচিত হয়েছেন সুভাষ ঘোষ।
সভাপতি পদে আসীন হয়ে নীলিমা কূপটি জানিয়েছেন যে তিনি তার পঞ্চায়েত সমিতি এলাকার সমস্ত জনপ্রতিনিধির প্রতি সমান গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে আলোচনা করে এলাকার উন্নয়নের কাজ করে যাবেন।এছাড়াও তিনি জানিয়ে দেন যে এলাকার নেতৃত্বে রয়েছেন প্রণব দা দেবু দা নেতৃত্বের প্রতি সম্মান ও গুরুত্ব দিয়ে তাদের নির্দেশ মত কাজ করে যাবেন।তবে রাজ্যের মন্ত্রী তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ জানিয়ে দিয়েছেন যে উন্নয়ন নিয়ে কোনোরকম গড়িমসি করা চলবে না। স্বচ্ছতার সঙ্গে জন পরিষেবা দিতে মানুষের জন্য কাজ করে যেতে হবে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্য জুড়ে ব্যাপক উন্নয়নমুখী কাজ করছে সেই কাজকে এলাকায় গুরুত্ব দিয়ে উন্নয়নমুখী কাজের ধারা অব্যাহত রাখতে হবে এবং কর্মসংস্থানমুখী কাজ শুরু করতে হবে। আগামী দিন যতই কুৎসা অপপ্রচার হোক মানুষ যাতে আমাদের সাথে থাকেন সেই দিকে নজর দিতে হবে আমাদের সকলকে তিনি একথা ফের মনে করিয়ে দেন।

আরও পড়ুনঃ মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনায় আহত পিংলার প্রান্তিকা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here