শিব শংকর চ্যটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
দক্ষিন দিনাজপুর জেলা পরিষদের নয়টি স্থায়ী সমিতি গঠন হল মঙ্গলবার।শান্তিপূর্ণ ভাবে বিরোধী শূন্য এই জেলা পরিষদের আগেই বোর্ড গঠণ করা হয়েছিল তৃণমূল।বিগত বছরের থেকে শিক্ষা নিয়েই এবার স্থায়ী সমিতিটি গঠন করা হয়েছে বলে জানান তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র।
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা ১৮ জন।গত ১২ অক্টোবর এই জেলা পরিষদে বোর্ড গঠন করা হয়েছিল। ওইদিন জেলা পরিষদের নির্বাচিত সদস্য লিপি রায় সভাধীপতি হিসাবে ও প্রাক্তন সভাধীপতি ললিতা টিগগা শপথ নেন সহকারী সভাধীপতি হিসেবে।মঙ্গলবার এই জেলা পরিষদের নয়টি স্থায়ী সমিতি গঠন করা হয় নির্বাচিত সদস্যদের নিয়ে।একেকটি স্থায়ী সমিতিতে ৪ জন করে সদস্য রাখা হয়। তবে ১৮ জন সদস্যকেই দুইটি করে স্থায়ী সমিতির সদস্য করা হয়েছে।৯ টি স্থায়ী সমিতিতে একজন করে কর্মাধ্যক্ষর দায়িত্ব পাবেন বলে জানান তৃণমূলের জেলা সভাপতি।
আরও পড়ুনঃ বাংলায় লেপার্ড সাফারি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584