বেওয়া পঞ্চায়েতের অধিবাসীদের বর্ষায়,পরিবহণের একমাত্র উপায় ‘নৌকা’

0
83

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

motor | newsfront.co
নিজস্ব চিত্র
man | newsfront.co
জিতু রায়, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

গত তিন দিনের টানা বৃষ্টির ফলে চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে ফরাক্কার বেওয়া ১ পঞ্চায়েতের অন্তর্গত ডিয়ার ফরেস্টের এলাকাবাসীদের। ফরাক্কা ডিয়ার ফরেস্ট এলাকার মানুষদের প্রধান যোগাযোগের ব্যবস্থা এখন নৌকা, এই নৌকা করে যেতে হয় হাসপাতাল, স্কুল, কলেজ, পঞ্চায়েত, বিডিও অফিস সহ আরও অন্যান্য জায়গায়।

bewa | newsfront.co
পঞ্চায়েত কার্য্যালয়। নিজস্ব চিত্র
bike | newsfront.co
খেয়া পারাপার। নিজস্ব চিত্র
women | newsfront.co
নিজস্ব চিত্র

আর টানা বৃষ্টির ফলে নৌকা পর্যন্ত যাওয়া রাস্তায় জমে গিয়েছে জল। ফলে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে স্থানীয় এলাকাবাসীদের, চলাচলের ক্ষেত্রে হচ্ছে ছোট বড়ো দুর্ঘটনা।

cycle | newsfront.co
জলমগ্ন রাস্তা। নিজস্ব চিত্র
mask | newsfront.co
কুনাল ঘোষ, স্থানীয় পঞ্চায়েত প্রধান। নিজস্ব চিত্র

স্থানীয় এলাকাবাসীদের বক্তব্য প্ৰতি বছর বর্ষার সময় এই নৌকাঘাটের রাস্তায় জল জমে যায়, প্রশাসনকে জানালেও এখনও কোন রকমের ব্যবস্থা নেই নি,ফলে এলাকাবাসীরা প্রাণ হাতে নিয়ে চলাচল করে।

আরও পড়ুনঃ অতিবৃষ্টিতে পুকুরের জল উপচে প্লাবিত ভগবানগোলার রেল কলোনি এলাকা

ফরাক্কা বেওয়া১ পঞ্চায়েতের প্রধান কুনাল ঘোষ জানান, “বর্ষা এলেই এই সমস্যার সম্মুখীন হতে হয় স্থানীয় বাসিন্দাদের, বর্ষার পর এই সমস্যার সমাধানের জন্য কাজ শুরু হয়ে যাবে। তার জন্য ই – টেন্ডার পাশ হয়ে গিয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here