নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে জানিয়েছেন, দেশ জুড়ে সিএএ-এনআরসি বিরোধী চাপানউতোর এবং উত্তাল পরিবেশ শান্ত হলেই নয়া নাগরিকত্ব আইন সম্পর্কিত প্রতিবন্ধকতাগুলি নিয়ে কোর্ট আলোচনা করবে।
এর আগে প্রধান বিচারপতি নির্দেশিত একটি বেঞ্চের সামনে আইনজীবী বিনীত ধন্দ নয়া নাগরিকত্ব আইনের সাংবিধানিকতা নিয়ে একটি পিটিশন দিয়েছিলেন। বেঞ্চের দুই বিচারপতি সূর্যকান্ত এবং বি আর গাবাই সহ প্রধান বিচারপতি বোবদেও বলেছিলেন, এখন দেশের পরিস্থিতি খুবই বিপদসঙ্কুল।
বেঞ্চ ঘোষণা করেছিল যে সংসদ থেকে পাশ হওয়া একটি আইন সাংবিধানিক কি না, তা নির্ণয় করার ক্ষমতা আদালতের নেই। সাংবিধানিকতার ক্ষেত্রে অনুমান কাজ করে।
আরও পড়ুনঃ অমিত শাহের সামনেই সিএএ-র প্রতিবাদ, ঘরছাড়া দিল্লি হাইকোর্টের আইনজীবী
যারা যারা আইনের ছাত্র তারা সবাই সেটা জানে। আদালত কখনওই একটি আইনকে সাংবিধানিক কি অসাংবিধানিক তার তকমা দিতে পারে না। আদালত বড় জোর এই আইনের বৈধতা বিচার করে দেখতে পারে।
সবশেষে বেঞ্চ জানিয়েছিল, দেশ এখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে শান্তি আনা খুব প্রয়োজন।
এদিকে বিচারপতি পুণীত কর ধন্দ একটি আবেদনপত্রের মাধ্যমে বেঞ্চকে জানিয়েছেন যে সিএএ যে অসাংবিধানিক বা দেশের জনগণের বিরোধিতা করতে আরোপিত হয়নি, তা বিস্তারিত ভাবে দেশের জনগনের কাছে তুলে ধরতে হবে। তার অন্য হয়তো বিজ্ঞাপন, সংবাদমাধ্যম, বৈদ্যুতিন মাধ্যমগুলির সাহায্য দরকার।
আরও পড়ুনঃ শিক্ষার্থীদের দিয়ে সিএএ-র সমর্থনে অভিনন্দনপত্র লেখাল গুজরাটের স্কুল
ওই আবেদনপত্রটিতে এও বলা হয়েছিল যে ইলেকশন কমিশনের প্রত্যেকটি রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত যারা এই নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিথ্যে প্রচার করছে।
পাশাপাশি প্রত্যেকটি রাজ্যে সিএএ বাস্তবায়িত করার জন্য একটি পরিচালনা নির্দেশিকা প্রয়োজন, যা ওই রাজ্যগুলিতে চরমভাবে নয়া নাগরিকত্ব আইন বাস্তবায়িত করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584