যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

0
44

পিয়ালী দাস, বীরভূমঃ

বিবাহ বিচ্ছিন্না এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক এক যুবকের। যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় আত্মঘাতী হলো সেই যুবক। মৃত যুবকের নাম বিশ্বজিৎ কাহার রবিবার সকালে সিউড়ি থেকে সাঁইথিয়া যাবার পথে কুলেরা চ্যানেলের পাশে একটি গাছ থেকে বিশ্বজিৎ-এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে সিউড়ি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর রবিবার সকালে গ্রামের কয়েকজন চাষের কাজে মাঠে যাওয়ার সময় দেখতে পায় ক্যানেলের পাশে একটি গাছে ওড়না গলায় জড়িয়ে এক যুবকের মৃতদেহ ঝুলছে। স্থানীয় বাসিন্দারা যুবককে গাছ থেকে নামিয়ে আনে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকেই যুবককে চিনতে পারে, সিউড়ি দত্তপুকুর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ কাহার। বিশ্বজিৎ-এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজিৎ-এর পরিবার সহ এলাকার লোকজন ঘটনাস্থলে পৌঁছায়।

body of the youth recovered
প্রতীকী চিত্র

ক্ষোভে ফেটে পড়ে বিশ্বজিৎ-এর মা সবিতা কাহার। তিনি অভিযোগ করেন কুলেরা গ্রামের এক বিবাহ বিচ্ছিন্না যুবতী নীলম মুখার্জি ছেলে বিশ্বজিৎকে প্রেমের জালে ফাঁসিয়েছে ছেলের এই সম্পর্কে আমাদের কোনো মতামত ছিল না আমরা যখন বিশ্বজিৎ-এর সঙ্গে নীলমের প্রেমের সম্পর্ক হয়েছে বলে খবর জানতে পারি তারপর গ্রাম্য সূত্রে আমরা মেয়েটির সম্পর্কে জানি, মেয়েটি কেমন। তখন শুনি মেয়েটির বিবাহ হয়েছিল কিন্তু এখন বর ছেড়ে দিয়েছে বর্তমানে কুলেরা গ্রামে নিজের দুটি বাচ্চাকে নিয়ে এসে থাকে এটা জানার পর বিশ্বজিৎকে আমরা বারণ করি এই মেয়ের সঙ্গে কোনোভাবেই আর সম্পর্ক রাখা যাবে না কিন্তু ছেলে আমার কথা কোনদিনও শুনতে চাইনি। এই নিয়ে ছেলের সঙ্গে আমার বিবাদ লেগেই থাকত শনিবার সকালে বিশ্বজিৎ-এর মোবাইলে মেয়েটি ফোন করে তখন আমি মেয়েটির সঙ্গে কথা বলি তাকে পরিষ্কার বলে দিই আমার ছেলের জীবন কেন নষ্ট করছে সেই কথাটি বলার পর মেয়েটি আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আমিও পালটা তাকে কটু কথা শুনিয়ে দি। দুপুর বারোটা নাগাদ ছেলেকে আবার মেয়েটি ফোন করে এবং দেখা করার জন্য বলে ছেলে কিছু না খেয়ে কোন কথা না বলে বেরিয়ে চলে যায় তারপর আমাকে ফোন করে ছেলে বলে কেন আমি মেয়েটিকে বাজে কথা শুনিয়েছি, এরপরে ফোন কেটে দেয়। রবিবার সকালে খবর পাই ছেলের কিন্তু আমি জানি ওই মেয়েটি আমার ছেলেকে খুন করেছে।

যদিও সিউড়ি থানার পুলিশের বক্তব্য প্রাথমিক তদন্তের পর বিশ্বজিৎ আত্মহত্যা করেছে বলেই মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে। সিউড়ি থানার পুলিশ মৃতদেহ কাছ থেকে একটি সাইকেল, দু জোড়া জুতো, মেয়েদের ব্যাগ, ওড়না উদ্ধার করেছে। বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here