নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের লালদাসজোত এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ। ওই যুবকের নাম পাপ্পু দাস(৩০)। জানা গিয়েছে যে চলতি মাসের ২৩ তারিখে মহানন্দা ব্যারেজ সংলগ্ন এলাকায় পিকনিক করতে এসে নিখোঁজ হয়ে যায় শিলিগুড়ির বাসিন্দা জীবেশ দাস।
এরপর সোমবার ওই নিখোঁজ যুবককে খুঁজতে আসেন ওই পরিবারের সদস্য পাপ্পু দাস। এরপর সে জলে নামলে পাপ্পুও তলিয়ে যায়। এরপর এদিন পাপ্পুর মৃতদেহ ভেসে উঠে এবং স্থানীয়রা এদিন ওই মৃতদেহ দেখে খবর দেন ফাঁসিদেওয়া থানায়। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
অন্য দিকে আরেক যুবকের ৬দিনেও খোঁজ না মেলায় এদিন পুলিশ কুকুর তিস্তাকে দিয়ে তল্লাশি চালালো ফাঁসিদেওয়া থানা। তবে ওই যুবককে উদ্ধার করা যায়নি। এই ঘটনায় উদ্বিগ্ন যুবকের পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584