নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
সাত সকালে বাড়ির বারান্দার থেকে গলাকাটা মৃতদেহ উদ্ধার এক ব্যক্তির। খুনের অভিযোগ পরিবারের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পুরসভার রাজমা গ্রামের। মৃত ব্যক্তির নাম বৃন্দাবন সরকার।
জানা গিয়েছে বৃন্দাবন ক্যাটারিং-এর কাজ করতো। মঙ্গলবার সকালে বাড়ির উঠোন থেকেই গলাকাটা অবস্থায় উদ্ধার হয় বৃন্দাবন সরকারের দেহ। মৃতের স্ত্রীর দাবি, বেশ কয়েকদিন ধরে বাড়ির সামনের একটি জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে নিজেরই আত্মীয়দের সাথে বিবাদে জড়িয়ে ছিল বৃন্দাবন। সেই বিবাদের জেরে তাকে খুন করা হতে পারে বলে সন্দেহ মৃতের স্ত্রীর। যদিও খুনের কারণ নিয়ে ধন্দে পুলিশ।
পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে সমস্ত দিক গুলিই। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়॥
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584