নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
শ্রাবণ কুমার রাঠোরের চলে যাওয়ার শোক কাটিয়ে উঠতে না উঠতেই ফের বলিউডে শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৭ বছর বয়সে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা অমিত মিস্ত্রী। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি।
সাম্প্রতিককালে অ্যামাজন প্রাইমের জনপ্রিয় শো ‘বন্দিশ ব্যান্ডিটস’-এ দেখা মেলে অমিত মিস্ত্রীর। এদিন সিনটা-র তরফে অমিত মিস্ত্রীর মৃত্যু সংবাদ জানানো হয়। ২০০৪ সাল থেকে সিনে অ্যান্ড টেলিভিশন অ্যাসোশিয়েশনের সদস্য ছিলেন এই অভিনেতা।
ক্যায়া ক্যাহনা, এক চাল্লিশ কি লাস্ট লোকাল, ৯৯, শোর ইন দ্য সিটি, ইয়ামলা পাগলা দিওয়ানা, অ্যা জেন্টেলম্যানের মতো অজস্র বলিউড ছবিতে অভিনয় করেছেন এই গুজরাতি অভিনেতা।গুজরাতি ছবি ও রঙ্গমঞ্চেও দাপিয়ে অভিনয় করতেন অমিত। রুপোলি পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও সমান ব্যস্ত ছিলেন অমিত মিস্ত্রী।
আরও পড়ুনঃ আক্রান্ত কৌশিক পুত্র উজান গাঙ্গুলি
সোনি সবের ‘তেনালি রামা’, এবং ‘সাত ফেরো কি হেরা ফেরি’ ধারাবাহিকে অমিত মিস্ত্রীর ব্যতিক্রমী অভিনয় আজীবন মনে রাখবে দর্শক। অমিত মিস্ত্রীর অকালমৃত্যুতে শোকের ছায়া ঘনিয়েছে বলিউডে।টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন করণ ভি গ্রোভার, কুরবা সৈয়ত, সদানন্দ কিরকিরেরা সহ আরও অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584