নিঃশব্দে চলে গেলেন মেহেন্দি সিনেমার নায়ক ফারাজ খান, শোকের ছায়া বলিউডে

0
164

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বেঙ্গালুরুর একটি হাসপাতালে প্রয়াত অভিনেতা ফারাজ খান। গুরুতর অসুস্থ অবস্থায় বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসা চলছিল রানি মুখোপাধ্যায়ের ‘মেহেন্দি’ সিনেমার অভিনেতা ফারাজ খানের। বুধবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ফারাজ খান। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আনেন পূজা ভাট।

Faraaz Khan | newsfront.co
ফারাজ খান

নয়-এর দশকে ‘মেহেন্দি’, ‘ফরেব’-এর মতো একাধিক হিট ছবির নায়ক ফারাজ। এছাড়া তাঁর আরও একটি পরিচয় আছে, মহাভারতের জনপ্রিয় অভিনেতা ইউসুফ খানের ছেলে তিনি।

আরও পড়ুনঃ ফের ভাঙনের পথে তৃতীয় সংসার

মস্তিষ্কে সংক্রমণের পর থেকেই ফারাজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক বলেও জানা গিয়েছিল। এর সাথে নিউমোনিয়া আক্রান্ত হওয়ার পর তাঁর ফুসফুসও ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আইসিইউতে রাখা হয় তাঁকে।

সেই সময়ও অভিনেত্রী পূজা ভাট ফারাজের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে অনুরাগীদের কাছে আবেদন রেখেছিলেন। একসময়ে বলিউডের বেশ কিছু হিট ছবিতে অভিনয় করলেও দীর্ঘ কয়েক বছর ধরে তাঁকে পর্দায় দেখা যায়নি।

আরও পড়ুনঃ নিজের বাড়ি থেকে গ্রেফতার অর্ণব গোস্বামী

প্রায় এক বছর ধরে কাশি এবং ফুসফুস সংক্রমণে ভুগছিলেন অভিনেতা। করোনার অতিমারীর ফলে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ না করতে পারার কারণে সেই সংক্রমণের মাত্রাও বাড়তে থাকে। বাধ্য হয়ে ভিডিও কলে ডাক্তারের পরামর্শ নেন ফারাজ।

গত ৮ অক্টোবর ভিডিয়ো কলের পর তাঁকে ডাক্তার হাসপাতালে ভর্তি করতে বলেন। অ্যাম্বুল্যান্স ডেকে সঙ্গে সঙ্গেই ফারাজ হাসপাতালে ভর্তি হতে যান। হাসপাতালে যাওয়ার পর থেকেই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। অতঃপর আজই তাঁর প্রয়াত হওয়ার খবর প্রকাশ্যে আসে। সকালে এই খবর প্রকাশ্যে আসার পরই বলিউড তারকারা শোকবার্তা জ্ঞাপন করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here