ওয়েব ডেস্ক, নিউজফ্রন্ট:
ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে অবশেষে হার মানলেন অভিনেতা ইরফান খান। মুম্বাইয়ের কোকিলাবেন হসপিটালে পরিবারের সদস্যদের সামনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Actor Irrfan Khan passes away at Kokilaben Hospital in Mumbai while battling a rare cancer. He was surrounded by his family as he breathed his last: Statement pic.twitter.com/Ca4BcmE9KR
— ANI (@ANI) April 29, 2020
হঠাৎ শারিরীক অবস্থার অবনতি হওয়ায় গতকাল আইসিউতে ভর্তি করা হয় বলিউড হন অভিনেতা ইরফান খানকে। সম্প্রতি মাতৃবিয়োগ ঘটে ইরফানের। লকডাউনের কারণে মা সৈয়াদা বেগমের শেষকৃত্যেও যোগ দিতে পারেননি তিনি। মায়ের এই আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারেননি অভিনেতা।
দীর্ঘ দিন ধরেই শরীর ভালো নেই বলিউড অভিনেতা ইরফান খানের৷ নিউরোএন্ডোক্রাইন টিউমারের চিকিৎসা চলছে তাঁর৷ যে কারণে প্রায় ১ বছরেরও বেশি সময় তিনি বলিউডের বাইরে ছিলেন৷ ইরফান এই বছরের শুরুতে ‘আংরেজি মিডিয়াম’ ছবির প্রমোশন থেকেও নিজেকে সরিয়ে নেন৷করোনা ভাইরাসের জন্য ছবিটির সিনেমাহলে মুক্তিতেও প্রভাব পড়ে৷ পরে প্রিমিয়ার হয় অনলাইনে।
৫৪ বছর বয়সি ইরফান থাকেন মুম্বইয়ে৷ তাঁর স্ত্রী সুতপা সিকদার ও দুই ছেলে বাবিল ও আয়ান মৃত্যুর সময় ইরফানের কাছেই ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584