শেষ ইনস্টাগ্রাম পোস্টে মাকে স্মরণ সুশান্তের

0
129

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

রবিবারের দুপুরে আমাদের জন্য যে এরকম একটা দুঃসংবাদ অপেক্ষা করছিল তা আমরা কেউই আন্দাজ করতে পারিনি। বাইরে থেকে ভালো থাকতে দেখলেও মানুষটা যে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে সেটা নজরে আসেনা কারোরই। সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রেও এর অন্যথা হয়নি। সাফল্যই যে জীবনের সব নয়, তা আরও একবার প্রমাণ করলেন সুশান্ত সিং রাজপুত৷ বলিউডে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন৷

Sushant Insta post | newsfront.co
ছবিঃ ইনস্টাগ্রাম

বেশ কিছু ছবি ব্লকবাস্টার হিট হয়েছিল৷ অভিনেতা হিসেবে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি৷ নবাগতদের ভিড়ে উজ্জ্বল হয়েছিলেন সুশান্ত। রবিবার নিজের মুম্বইয়ের ফ্ল্যাটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুশান্ত সিং রাজপুতকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ৩৪ বছরের এই অভিনেতা।

সুশান্তের মা মারা যান অল্প বয়সেই। ২০০২ সালে যখন সুশান্তের মা মারা যান, তখন সুশান্ত দ্বাদশ শ্রেণীতে পড়েন। বলিউড অভিনেতার শেষ ইনস্টাগ্রাম পোস্টটি ছিল তাঁর মা’কে নিয়েই। গত ৩ জুন নিজের অনুভূতি ব্যক্ত করে মায়ের ছবি দিয়েই শেষ ইনস্টাগ্রাম পোস্ট করেন সুশান্ত। তিনি ওই ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, “চোখের জলে অস্পষ্ট হয়ে যাওয়া অতীত। ভবিষ্যতের দিকে তাকিয়ে মুখে হাসি ফুটছে। ক্ষণস্থায়ী জীবন নিয়ে দুজনের মধ্যে আলোচনা, মা… ”।

আরও পড়ুনঃ সুশান্তের অকাল মৃত্যু মেনে নিতে পারছে না ক্রিড়া জগৎ

২০১৬ সালে সুশান্ত মায়ের মৃত্যুবার্ষিকীতে একটি ট্যাটুও করান। যেখানে ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের ছবি। আর সেইসঙ্গেই রয়েছে শিশু কোলে এক মায়ের ছবি। যেটি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন ‘মাদার অ্যান্ড মি’। বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত সিং রাজপুত। তাঁর হতাশার চিকিৎসা চলছিল৷ মৃত্যুর পর সুশান্তের ফ্ল্যাটে গিয়ে সেই সব চিকিৎসার কাগজ উদ্ধার করে পুলিশ৷ এর থেকেই পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন এই বলিউড অভিনেতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here