করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী হিমানী শিবপুরী

0
53

নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ

বলিউডে অনেক আগেই থাবা বসিয়েছে করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছেন বড়ো পর্দা ছোট পর্দার বহু শিল্পী। এবার বলিউড অভিনেত্রী হিমানী শিবপুরীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল।

Himani Shivpuri | newsfront.co
হিমানী শিবপুরী

আজ, রবিবার সকালে ইনস্টাগ্রাম প্রোফাইলে করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানালেন অভিনেত্রী। তিনি লেখেন, “সুপ্রভাত। সকলকে জানাই আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এতদিন আমার সংস্পর্শে যারা এসেছেন তাঁরাও সকলে করোনা পরীক্ষা করিয়ে নিন।”

আরও পড়ুনঃ ফের হাসপাতালে ভর্তি হলেন অমিত শাহ

ইনস্টাগ্রামে আরও একটি ছবি পোস্ট করে হিমানী শিবপুরী লেখেন যে, কোভিড পজিটিভ হওয়ার পর তিনি এখন হাসপাতালে রয়েছেন। বাড়িতে তাঁর ছেলে এবং পোষ্য ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

আরও পড়ুনঃ অকালেই প্রয়াত সংগীতশিল্পী অনুরাধা পৌড়ওয়ালের ছেলে

বলিউড অভিনেত্রী হিমানী শিবপুরীকে সম্প্রতি অভিনয় করতে দেখা গিয়েছে ‘হাপ্পু কী উলটন পলটন’ ধারাবাহিকে। এছাড়াও ‘হাম দিল দে চুকে সনম’, ‘দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘পরদেশ’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ মতো জনপ্রিয় ছবিতে তাঁর অনবদ্য অভিনয় দর্শকের মন কেড়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here