বসন্তের সন্ধ্যায় প্রকাশিত হল সিনেমার জোড়া বই

0
107

মোহনা বিশ্বাস, বিনোদনঃ

ভারতীয় সিনেমা নিয়ে সমালোচনার শেষ নেই। মুক্তি পাওয়া প্রত্যেকটি সিনেমা নিয়েই পর্যালোচনা করে থাকেন সাংবাদিকমহল।

bollywood cinema kaleidoscope book released in kolkata | newsfront.co
নিজস্ব চিত্র

বর্তমানে এই পর্যালোচনা কতটা যথার্থ হয় তা নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যায়। তবে এবার সিনেমার পর্যালোচনা নয়, বলিউড সিনেমার বিচিত্র দিকগুলি নিয়ে গোটা একটা বই লিখলেন ফ্রিল্যান্স সাংবাদিক সোমা এ চ্যাটার্জি। এর আগে সিনেমা নিয়ে ২৪টি বই লিখেছেন তিনি। ১৯৯১ সালে সিনেমা সংক্রান্ত বিষয়ে সেরা লেখিকা হিসাবে এবং ২০০২ সালে সিনেমার সেরা বইয়ের জন্য জাতীয় পুরস্কার পান সোমা এ চ্যাটার্জি।

bollywood cinema kaleidoscope book released in kolkata | newsfront.co
নিজস্ব চিত্র

২রা মার্চ নন্দনে প্রকাশিত হল তাঁর লেখা বই ‘বলিউড সিনেমা ক্যালাইডোস্কোপ’। এদিন বইটি প্রকাশ করে ক্রসড্ অ্যারোস প্রকাশনা। এই বই প্রকাশের অনুষ্ঠানে এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক রঞ্জন ঘোষ ও সুদেষ্ণা রায়।

আরও পড়ুনঃ নাচে-গানে জমজমাট ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র সঙ্গীত সন্ধ্যা

bollywood cinema kaleidoscope book released in kolkata | newsfront.co
নিজস্ব চিত্র

সোমা এ চ্যাটার্জির লেখা ২৫ তম বই ‘বলিউড সিনেমা ক্যালাইডোস্কোপ’এ বলিউড সিনেমার অনেক কথা উঠে আসে। এই বইতে রয়েছে ‘কাগজ কে ফুল’, ‘মাদার ইন্ডিয়া’র মতো জনপ্রিয় হিন্দি ছবি নিয়ে নানান কথা। রয়েছে ভারতীয় সিনেমাতে ছাত্রদের ক্রিয়াকলাপের কথা। এ বই পড়লে নতুনভাবে সিনেমার বিভিন্ন দিক জানতে পারবেন পাঠকরা।

bollywood cinema kaleidoscope book released in kolkata | newsfront.co
নিজস্ব চিত্র
bollywood cinema kaleidoscope book released in kolkata | newsfront.co
নিজস্ব চিত্র

‘বলিউড সিনেমা ক্যালাইডোস্কোপ’এর পাশাপাশি এদিন প্রকাশিত হয় ‘১৬ ফ্রেমস্’। এই বইটিও প্রকাশ করে ক্রসড্ অ্যারোস প্রকাশনা। ‘১৬ ফ্রেমস্’ বইটি লিখেছেন স্বাধীন চিন্তাশীল চলচ্চিত্র সমালোচক অমিতাভ নাগ। দীর্ঘ কুড়ি বছর বহু সংবাদপত্র ও ফিল্ম ম্যাগাজিনে সিনেমার সমালোচনা করেন তিনি। অমিতাভ নাগের লেখা ১৬টি সমালোচকমূলক লেখা নিয়েই প্রকাশিত হল ‘১৬ ফ্রেমস্’। শুধুমাত্র সিনেমার সমালোচনা নয় সিনেমার সমস্ত দিকগুলি তুলে ধরা হয়েছে এই বইতে।

আরও পড়ুনঃ ভালোবাসার মাতৃভাষা উদযাপনে মাতোয়ারা ফোকউল্লাস ব্যান্ড

bollywood cinema kaleidoscope book released in kolkata | newsfront.co
নিজস্ব চিত্র

সিনেমার এই দুটি বই প্রকাশিত হওয়ার পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “দুটি বই-ই খুব ভালো। যারা সিনেমা নিয়ে পড়াশোনা করছে সেইসব ছাত্রছাত্রীদের এই বইগুলো অনেকটা সাহায্য করবে। এখন ই-বুকের চল বেশি। যাঁরা সিনেমার নানান খুঁটিনাটি কথা জানতে আগ্রহী তাঁরা ই-বুকের পাশাপাশি এই বইগুলোও পড়লেও উপকৃত হবেন।”

সুদেষ্ণা রায় জানান, “ই-বুক পড়া বর্তমানে ভালো। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বইপ্রেমী মানুষের অবর্তমানে তাঁর সংগৃহীত সেই বইগুলি দেখভাল করার কেউ নেই। তাই ই-বুক পড়া ভালো। তবে এই দুটি বই সত্যি সিনেমাজগৎ সম্বন্ধে জানার জন্যই খুবই উপকারী।

এ বই কিনে পড়লে কোনো ক্ষতি নেই।” বিশিষ্টজনদের উপস্থিতিতে এদিনের সন্ধ্যা ছিল জমজমাট। বই জোড়ার প্রশংসায় মুখর সকলেই। সিনেমা নিয়ে চর্চা করতে হলে আর দেরী না করে বই জোড়া কিনে চটপট পড়ে ফেলুন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here