রিপাবলিক টিভি, টাইমস নাও-এর বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ বলিউডের প্রযোজনা সংস্থাগুলি

0
118

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য উদঘাটন করতে গিয়ে সবচেয়ে বেশি চর্চিত হয়েছে বলিউডের অন্ধকার দুনিয়া। ক’দিন আগে মাদক কারবারের মামলায় বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের এনসিবি-র জিজ্ঞাসাবাদ পর্বে সরগরম হয়েছিল বৈদ্যুতিন সংবাদমাধ্যমগুলি। এই পরিস্থিতিতে বলিউডের গায়ে কাদা ছোঁড়া হয়েছে বলেও অভিযোগ করেছেন অনেকে।

times now | newsfront.co
কোলাজ চিত্র

এই প্রসঙ্গ টেনেই কয়েকটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হল বলিউডের একাধিক নামী প্রযোজনা সংস্থা। ইতিমধ্যেই রিপাবলিক টিভি ও টাইমস নাও-এর বিরুদ্ধে ‘নালিশ’ জানিয়ে হাইকোর্টের দরজায় পা রেখেছে আমির খান, অনিল কাপুর, অজয় দেবগণের মতো হেভিওয়েট তারকাদের প্রযোজনা সংস্থা।

আরও পড়ুনঃ পাগড়ি খোলা নিয়ে রাজ্য প্রশাসনকে শো-কজ জাতীয় সংখ্যালঘু কমিশনের

বলিউড সম্পর্কে ‘দায়িত্বজ্ঞানহীন, অবমাননাকর ও মানহানিকর’ মন্তব্য থেকে ওই দুই বৈদ্যুতিন সংবাদ মাধ্যম যাতে বিরত থাকে এবং বি-টাউনের সদস্যদের নিয়ে মিডিয়া ট্রায়াল যাতে বন্ধ করা হয়, সেই দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টের দোরগোড়ায় পৌঁছে যায় দ্য প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া, দ্য সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন, আমির খান প্রোডাকশনস, অজয় দেবগণ ফিল্মস, অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশন নেটওয়ার্ক, আরবাজ খান প্রোডাকশনস, আশুতোষ গোয়ারিকর প্রোডাকশনস, ধর্মা প্রোডাকশনসের মতো শীর্ষ স্থানীয় সংস্থা।

আরও পড়ুনঃ লকডাউনে ভারতে বেড়েছে শিশুপাচার

সূত্রের খবর, রিপাবলিক টিভি-র এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী, রিপোর্টার প্রদীপ ভাণ্ডারি, টাইমস নাও-এর এডিটর ইন চিফ রাহুল শিবশংকর ও গ্রুপ এডিটর নবিকা কুমারকে বলিউড সম্পর্কে দায়িত্বজ্ঞানহীন, অবমাননাকর ও মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়ার দাবি জানানো হয়েছে অভিযোগ পত্রে।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, “ওই বৈদ্যুতিন সংবাদমাধ্যমগুলি বলিউড সম্পর্কে নোংরা, কুৎসিত, মাদক সেবনকারীর মতো শব্দ প্রয়োগ করেছে। ওই চ্যানেলগুলিতে এমনভাবেই খবর পরিবেশন কর হয়েছে যেন বলিউড কর্দমাক্ত, যা সাফাই করার প্রয়োজন।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here