শ্যামল রায়, নদীয়া:শনিবার সকালে রানাঘাট থানার অন্তর্গত শালবাগান পাড়ায় একটি নির্মীয়মান বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিকট শব্দের কারণে স্থানীয় বাসিন্দাদের ঘুম ভেঙে যায় এবং আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। ব্যাপক বোমা বিস্ফোরণে নির্মীয়মাণ বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
দ্রুত রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কোয়াডকে খবর দিলে ঘটনাস্থল থেকে সাত টি বোমা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই ধরনের বোমা মজুত রাখা মানেই এলাকায় একটা সন্ত্রাস তৈরি করার পরিকল্পনা ছিল।
পুলিশ তদন্ত শুরু করেছে কে বা কারা এই বোমা রাখার সঙ্গে যুক্ত তাদের ধরতে জোর তল্লাশি শুরু হয়েছে। এই বোমা বিস্ফোরণের ঘটনায় ঘিরে অভিযোগের পর পাল্টা অভিযোগ শুরু হয়েছে এলাকায়। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে এই কাণ্ডের সঙ্গে যুক্ত বিরোধীরা আবার উল্টে বিরোধীদের তরফ থেকে বলা হয়েছে শাসকদলের আছিতো দুষ্কৃতীরাই এই বোমা রাখার কাজে যুক্ত। চলছে বিতর্কে ঝড় আতঙ্কিত এলাকার মানুষ।
(ছবি সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584