পিয়ালী দাস, বীরভূমঃ
মজুত থাকা বোমায় উড়ে গেল পরিত্যক্ত বাড়ি। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজারে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইলামবাজার থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মঙ্গলবার দুপুর বেলায় হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে দেখে পুকুর পাড়ের একটি পরিত্যক্ত বাড়ি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে বিস্ফোরণের জেরে।
আরও পড়ুনঃ জমিতে আল কাটা নিয়ে গন্ডগোল, দাদার মাথায় কোদালের কোপ ভাইয়ের
তবে কে বা কারা কী উদ্দেশ্য নিয়ে সেখানে বিস্ফোরক মজুত রেখেছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ। আদৌও বিস্ফোরণ মজুত বোমা থেকে হয়েছে নাকি অন্য কারণে বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। বিস্ফোরণস্থল খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডির ফরেনসিক দল।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584