ফের হালিশহরে বোমাবাজি

0
51

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ

ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার হালিশহর। শনিবার রাতে বীজপুরের বালিভাড়ায় আক্রান্ত হন এক বিজেপি কর্মী। জানা গিয়েছে, এদিন রাতে বীজপুর বালিভাড়ায় ইটখোলা পাড়ায় একটি ক্লাবের মধ্যে তাস খেলছিল কয়েকজন যুবক।

Explosion | newsfront.co
প্রতীকী চিত্র

এরপর আচমকাই ২০-২৫ জন দুষ্কৃতি উইকেট লাঠি পিস্তল নিয়ে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। মারধর করা হয় ক্লাবের সদস্যদেরও। এই ঘটনায় মানিক দাস নামে এক বিজেপি সমর্থকের মাথা ফেটে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ক্লাব সদস্যদের অভিযোগ, এলাকায় বিজেপির পতাকা লাগানো এবং জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার কারণেই তাদের উপর চড়াও হয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

আরও পড়ুনঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মীভূত তিনটি ট্রলার

এই ঘটনার খবর পাওয়া মাত্রই আক্রান্ত ওই বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে বীজপুর থানায় অভিযোগ দায়ের করেন নৈহাটি পুরসভার বিদায়ী পুরপ্রধান গনেশ দাস। এরপর থানা থেকে ফেরার পথে হালিশহর বলদে ঘাটা এলাকায় বিজেপি নেতা গনেশ দাসের গাড়ি লক্ষ্য করে পর পর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতিরা। অল্পের জন্য রেহাই পান গনেশ দাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here