তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
রেল লাইনের মাঝ থেকে বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে শিয়ালদহ লালগোলা শাখার পিরতলা স্টেশন ও ১৬৮ নম্বর রেলগেটের মাঝামাঝি জায়গায়।
বোম উদ্ধারের ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় আরপিএফ ও লালগোলা থানার পুলিশ। প্রত্যক্ষদর্শী এক রেল স্টাফ বলেন, আমি প্রতিদিন সকালে লাইনের ধার দিয়ে হেঁটে লাইন চেক করি। আজকেও আমার কাজ করছিলাম। সকালে আসার সময় কিছু দেখতে পায়নি কিন্তু সাড়ে আটটা নাগাদ আবার ফেরার সময় আমি দেখি লাইনের মাঝে একটি বোম পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেই স্টেশন মাস্টারকে।
পরে আরপিএফ এসে বোম টিকে উদ্ধার করে নিয়ে এসে ১৬৮ নম্বর গেটের পাশে পুকুরের পাশে ফাঁকা জায়গায় বালতির মধ্যে রাখে। এরপর খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। সমগ্র ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয়রা।
আরও পড়ুনঃ শীতের মরশুমে নদীর জলস্তর কমায় গঙ্গা ভাঙন সামসেরগঞ্জে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584