মাথাভাঙ্গায় দুয়ারে সরকার কর্মসূচির আগে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে উদ্ধার তাজা বোমা

0
47

মনিরুল হক, কোচবিহারঃ

পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাটে দুয়ারে সরকার কর্মসূচি ছিল। এই কর্মসূচি শুরু হওয়ার আগেই নির্ধারিত কর্মসূচির বিদ্যালয়ের মাঠ থেকে তিনটি বোমা উদ্ধার করে মাথাভাঙ্গা থানার পুলিশ।

bombs | newsfront.co
উদ্ধার হওয়া বোমা। নিজস্ব চিত্র

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার কেন্দুগুরি হরিবাসর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুয়ারে সরকার কর্মসূচি ছিল। আজ ভোরবেলা বিদ্যালয়ের মাঠে তিনটি বোমা দেখতে পায় স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে পুলিশ তৎপরতার সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়।

duare sarkar project | newsfront.co
নিজস্ব চিত্র

এবিষয়ে মাথাভাঙা ১ নং ব্লকের বিডিও সম্বল ঝাঁ বলেন, ‘নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় হরিবাসর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজকে দুয়ারে সরকার কর্মসূচি আছে। সেখানে বোমার খবর পেয়েছি সমস্ত বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বোমা উদ্ধারের পর যাতে দুয়ারে সরকার কর্মসূচিতে সমস্যা তৈরি না হয় তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আরও পড়ুনঃ পিকনিকের নিয়ন্ত্রণহীন গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারাল দুই জন

এই ঘটনার খবর পাবার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যান মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মজিরুল হোসেন। তিনি সমস্ত বিষয়ে খোঁজ-খবর নেন। পরবর্তী সময়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই বোমা রেখে গেছে। পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার এই কর্মসূচি যাতে ভালোভাবে না হয় তার জন্য এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার জন্যই দুষ্কৃতকারীরা এই পরিকল্পনা করেছে।

বোমা আতঙ্কে দুয়ারে সরকার কর্মসূচিতে মানুষজন প্রথমে আতঙ্কে আসতে চাইছিলেন না। পুলিশ যাওয়াতে পরবর্তী সময়ে মানুষজনের ভিড় লক্ষ্য করা যায়।’উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের পরে নয়ারহাটের বিভিন্ন এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ শীতলকুচি কলেজ কর্তৃপক্ষ, বিক্ষোভ বাসিন্দাদের

এলাকার বিধায়ক হিতেন বর্মন বলেন, ‘বোমা উদ্ধারের ঘটনা আমি শুনেছি। গোটা বিষয়টি পুলিশ তদন্ত করুক এটা আমি চাই।’খবর পেয়ে ঘটনাস্থলে যান মাথাভাঙ্গা থানার আইসি তপন পাল। এদিন তিনি বলেন, ‘গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here