নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
মঙ্গলবার শিলিগুড়ির চম্পাসারির প্রধাননগর পোস্ট অফিসে এক পার্সেল ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে যে এদিন একটি পার্সেল সরাতে গিয়ে মৃদু বিস্ফোরণ হয়।

তবে কি বিস্ফোরণ হয়েছে সেইটা এখনও পর্যন্ত জানা যায়নি। এর পরেই আতঙ্কিত হয়ে পড়েন পোস্ট অফিসের কর্মীরা। এবং খবর দেন পুলিশকে। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা।

আরও পড়ুনঃ বারুইপুরে চিকিৎসকের বাড়ির বারান্দা থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ
এর পাশাপাশি পুলিশ কুকুরও নিয়ে যাওয়া হয়। এবং ঘটনাস্থলে যায় বোম স্কোয়াড। এরপর পোস্ট অফিসে রাখা পার্সেলগুলো বাইরে বের করা হয়েছে।
তা ইতিমধ্যেই খতিয়ে দেখছেন। এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (জোন ২,পশ্চিম) কুনওয়ার ভূষণ সিং জানান যে, “অমৃতসর থেকে পার্সেলটি এসেছে। যে ব্যক্তি ওই পার্সেলটি নিতে এসেছিলেন তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584