নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
দুটি লাগেজ ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ালো আলিপুরদুয়ারে। বুধবার বিকেলে আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যা থেকে প্রায় ২০০ মিটার দূরে রাস্তার মাঝে দুটি একই ধরনের ব্যাগ পড়ে থাকায় এই চাঞ্চল্য ছড়ায় বলে স্থানীয় সূত্রে খবর।

আর তা দেখতে ভীড় জমিয়েছে স্থানীয় মানুষ। খবর পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়াডকে। বোমাতঙ্ক সৃষ্টি করা দুটি ব্যাগভর্তি নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছিল।

আরও পড়ুনঃ কোচবিহার শহরে অগ্নিকান্ড, আতঙ্কিত ব্যবসায়ীরা
সি আই ডি-এর বোম্ব স্কোয়াড ফাঁকা প্যারেড গ্রাউন্ডে ব্লাইন্ড চার্জের পর এই ছবি দেখা যায়। তবে ব্যাগ দুটির দাবীদার হিসেবে কাউকে পাওয়া যায়নি। বোমাতঙ্ক সৃষ্টি করা দুটি ব্যাগভর্তি নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছিল।

মিক্সার গ্রাইন্ডার, বাচ্চাদের টিফিন বক্স, ফিটিং বোতল ইত্যাদি ছিল একটি ব্যাগে। অন্য ব্যাগে ওষুধ, চকোলেট,বাচ্চাদের প্রয়োজনীয় সামগ্রী ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584