মোহনা বিশ্বাস, কলকাতাঃ
রবিবারের সকালে তখন গমগম করছে বিমানবন্দর। একের পর এক ফ্লাইট উড়ে যাচ্ছে, আবার বেশ কয়েকটি ফ্লাইট অবতরণও করছে। এই ব্যস্ততার মাঝেই রবিবার সকাল ৮টা ১০ মিনিটে দমদম বিমানবন্দরে অবতরণ করার কথা দুবাই থেকে আসা একটি বিমানের। কিন্তু তার বিমান অবতরণ করার আগেই মিলিটারির এসএমএস এল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। জানা গেল ‘,বিমানে বোমা রয়েছে।’ রবিবার সকালে এহেন সতর্কতা জারি হওয়ায় আতঙ্কিত যাত্রীরা।
এদিন সকালে মিলিটারি লিয়াজো ইউনিট কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায়, দুবাই থেকে কলকাতাগামী বিমানে বোমা আছে। সেই সময়ে এমিরেটসের ফ্লাইট দুবাই থেকে কলকাতায় যাচ্ছিল যতক্ষণে কলকাতা এয়ারপোর্টের ম্যানেজারের কাছে এই এসএমএস আসে, যতক্ষণে তা সার্কুলেট করতে থাকে, ততক্ষণে এমিরেটসের বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে গিয়েছে।
আরও পড়ুনঃ প্রাতঃভ্রমণকারীদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ময়দানে ঝটিকা সফরে পুলিশ কমিশনার
ইতিমধ্যেই সকাল ৮টা ১০ মিনিট নাগাদ দুবাই থেকে আসা বিমানটি দমদম বিমানবন্দরে পৌঁছয়। তবে বোমাতঙ্কের জেরে অবতরণের পরই তাতে তল্লাশি শুরু হয়। সে কারণে আবার দুবাই উড়ে যেতে পারেনি বিমানটি। এখনও পর্যন্ত তল্লাশি অভিযানে কিছুই উদ্ধার হয়নি। আদৌ বিমানে কিছু রয়েছে নাকি নিছকই মজা করতে কেউ এই কাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। চলছে নাকা চেকিং। একইসঙ্গে চলছে পুলিশি টহলদারি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584