নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের শ্বাসপাড়া এলাকায় ছ’টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
শনিবার রাত্রে কান্দি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুলেট সেখের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তার বাড়ির পাশে মজুদ করে রাখা বালিতে ছটি তাজা বোমা উদ্ধার করে। পুলিশ বোমা উদ্ধার করার পর ওই বোমা-গুলি নিরাপদ স্থানে নিয়ে যায় এবং বোমা নিষ্ক্রিয় করার জন্য মুর্শিদাবাদ জেলা পুলিশের বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়।
কান্দি থানার পুলিশ বুলেট সেখকে আটক করে থানায় নিয়ে যায়, তবে ধৃত বুলেট সেখের পরিবারের দাবি, বুলেট সেখ ওই বোমা মজুদ করে রাখেনি। কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছে।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় নিহত চার শ্রমিকের পরিবারের পাশে সাংসদ খলিলুর রহমান
স্থানীয় সূত্রে খবর, বুলেট সেখ কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতেন। করোনা মহামারীর জন্য বাড়িতে এসেছিলেন। তবে বুলেট সেখের পরিবারের সঙ্গে কিছু লোকের পারিবারিক বিবাদ চলছিল একটি জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বলে জানা যায়। হয়তো তারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বুলেট সেখকে ফাঁসানোর চেষ্টা করছে বলে বুলেট সেখের পরিবারের অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584