রেলের সঙ্গে জড়িয়ে অসংখ্য মানুষের রোজকার, লোকাল চালুর দাবিতে ডেপুটেশন ডিওয়াইএফআইয়ের

0
73

শুভব্রত সরকার, মুর্শিদাবাদঃ

করোনা মহামারি এক বছরের বেশি সময় ধরে ভারতীয় রেলের গতিকে স্তব্ধ করে রেখেছে। অথচ ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিষেবার মধ্যে অন্যতম। প্রতিদিন ১ কোটি ৮০ লক্ষ যাত্রী ও ২০ লক্ষ টনের বেশি পণ্য পরিবহন করে থাকে এই ভারতীয় রেল। এই ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম সরকারি কর্মচারী নিয়োগ করে থাকে।

Deputation
নিজস্ব চিত্র

১৮৫৩ সালে ভারতীয় রেলের যাত্রা শুরু হয়। আর এই ভারতীয় রেল দূরপাল্লা ও শহরতলিতে ব্রডগেজ, ন্যারো গেজ, মিটারগেজ লাইনের সাহায্যে রেল পরিষেবা পরিচালনা করে থাকে।

ভারতীয় রেল প্যালেস অন হুইলিস, ডেকান ওডিসি, গোল্ডেন চারিয়েটের মতো ঐতিহ্যশালী ট্রেন পরিচালনা করে থাকে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মতো রেল পরিষেবা ভারতীয় রেলকে বিশ্ব ঐতিহ্যে জায়গা করে দিয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূলের গোষ্ঠী কোন্দল! নিজের দলের প্রধানের বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা হুমায়ুন কবিরের

বর্তমানে এক বছরের বেশি সময় ধরে করোনা ভারতীয় রেলের গতিকে স্তব্ধ করেছে। করোনার দাপটে বন্ধ হয়েছে ভারতীয় রেলের নিয়মিত যাত্রা। তার সাথে রুজি রোজকার থাবা বসিয়াছে ভারতীয় রেলের সাথে পরোক্ষ ভাবে জড়িত অসংখ্য মানুষের। হয়রানির শিকার রেলের উপর নির্ভর করে থাকা নিত্যযাত্রীরা। সাধারণ মানুষ ও রেলের সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের কথা চিন্তা করে ক্রমশ জোরালো দাবি উঠছে লোকাল ট্রেন চালু করার।

আরও পড়ুনঃ পাট ছাড়ানোর যন্ত্র তৈরি করে তাক লাগালেন রাণীনগরের দুই যুবক

আজ লোকাল ট্রেন চালুর দাবিতে শনিবার মুর্শিদাবাদ স্টেশনে স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন জমা দিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে লালবাগ ডি.ওয়াই.এফ.আই লোকাল কমিটি। ১৫ জন প্রতিনিধি এদিন করোনা বিধি মেনে ডেপুটেশন জমা দেন লালবাগ স্টেশন ম্যানেজারে কাছে। উপস্থিত ছিলেন লালবাগ লোকাল কমিটির সভাপতি রোহায়াড আলী মন্ডল সহ স্থানীয় নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here