স্কুলের দেওয়ালে বোমার দাগ, আতঙ্ক এলাকায়

0
40

সুদীপ পাল, বর্ধমানঃ

ভাতারের এরুয়ার পঞ্চায়েতের নবাবনগরে বোমাবাজির অভিযোগ উঠল। যদিও এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি বলে জানা যায়।

Bomb stain at wall of school | newsfront.co
ছবিঃপ্রতিবেদক

নবাবনগর কলোনি প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে রয়েছে বোমের দাগ। এই ঘটনায় শিক্ষকেরা এবং অভিভাবকরা একদিকে যেমন আতঙ্কিত অন্যদিকে ক্ষোভপ্রকাশ করছেন। নবাবনগর কলোনী প্রাথমিক বিদ্যালয় আশেপাশে জনবসতি রয়েছে। কিন্তু রাতের বেলায় রাত দশটা, এগারোটা, সাড়ে এগারোটা নাগাদ পরপর তিনটি বোমার আওয়াজ শোনা যায় এলাকায়।

বিদ্যালয় চত্বরে সেসময় মানুষজন ছিলেন না। বন্ধ ছিল দোকানপাটও। এলাকাবাসী এবং বিদ্যালয়ের শিক্ষকরা প্রশ্ন তুলছেন শিক্ষাপ্রতিষ্ঠানে বোমার আঘাত কেন? বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোরাচাঁদ রুদ্র আশঙ্কা প্রকাশ করছেন, এই ঘটনায় এলাকার পড়াশুনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।

আরও পড়ুনঃ বনধের নামে বিশৃঙ্খলা, উত্তেজনা চরমে, কার্যত অচল ব্যারাকপুর

ভাতারের তৃণমূল নেতা মানগোবিন্দ অধিকারী বলেন, ‘এলাকা উত্তপ্ত করতে এই ঘটনা ঘটানো হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখুক।’ বিজেপি নেতা কৃষ্ণদাস সিংহ বলছেন, ‘পুলিশ তদন্ত করলে প্রকৃত সত্য সামনে আসবে।’ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here