জমি বিবাদ ঘিরে দফায় দফায় বোমাবাজি, নিহত এক

0
90

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

bombardment of land dispute
পুলিশী টহল।নিজস্ব চিত্র
bombardment of land dispute
নিজস্ব চিত্র
bombardment of land dispute
নিজস্ব চিত্র

জমি বিবাদকে কেন্দ্র করে শুক্রবার বিকেল থেকে দফায় দফায় বোমাবাজির ঘটনা ঘটে ভরতপুর থানার সাহাপুরে।এই ঘটনায় এক জন নিহত হয় এবং ঘটনায় দুপক্ষের গুরুতর আহত প্রায় দশ।শনিবার সকালে আহতদের ভরতপুর ব্লক হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসার পর কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়।মৃতের নাম সালেক শেখ(৫২)।মৃতের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত দুই জনকে গ্রেফতার করেছে।উদ্ধার করা হয়েছে প্রচুর তাজা বোমা।
স্থানীয় সূত্রে জানা গেছে,এই এলাকায় এই দুই পরিবারের সংঘর্ষের ঘটনা দীর্ঘদিনের।পূর্বেও সংঘর্ষের ঘটনায় জনা তিনেক নিহত হয়।এক দশকের বেশী সময় ধরে এই বিবাদ চলে আসছে।আর সেই বিবাদকে কেন্দ্র করে চলে বোমাবাজি।বিবদমান দুটি গোষ্ঠী হল কষাই গোষ্ঠী এবং চটাই গোষ্ঠী।এদিন সকাল বেলায় কষাই গোষ্ঠী দলবল নিয়ে চড়াই গোষ্ঠীর উপর চড়াও হয় বলে অভিযোগ।সালেক শেখ কে ঘিরে ধরে কুপিয়ে খুন করে কষাই গোষ্ঠীর লোকজন।এরপর চটাই গোষ্ঠীও তার দলবলকে একত্রিত করে হামলা চালায়।দু’পক্ষের হামালায় উত্তপ্তএলাকা।

bombardment of land dispute
রক্তের দাগ।নিজস্ব চিত্র

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লেপনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here