অশালীন শব্দ প্রয়োগ, অ্যাডিশনাল সেশন জাজকে সরাল বম্বে হাইকোর্ট

0
83

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

একটি ধর্ষণের মামলায় নির্যাতিতার বয়ান রেকর্ড করার সময় একাধিকবার একটি অশালীন শব্দ ব্যবহার করেন ওই অ্যাডিশনাল সেশন জাজ যা মহিলাদের প্রতি অত্যন্ত অসম্মানজনক।

Bombay HC | newsfront.co

অশালীন শব্দ ব্যবহারের কারণে অ্যাডিশনাল সেশন জাজকে সরিয়ে দিল বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চ। বিচারপতি রবীন্দ্র ঘুগে ও বিচারপতি বিইউ দেবদ্বারের ডিভিশন বেঞ্চ জানায়, “ট্রায়াল কোর্ট নির্যাতিতার বয়ান রেকর্ডের সময় একাধিকবার ব্যবহার করেছে ফা** শব্দটি। আদালত নথিবদ্ধ করছে যে এই শব্দ ব্যবহার একজন মহিলার ক্ষেত্রে অত্যন্ত অসম্মানজনক। আদালত এর কঠোর সমালোচনা করছে।”

আরও পড়ুনঃ বাংলার জেলায় জেলায় বোমা তৈরির কারখানা! অমিত মন্তব্যের জবাব এড়াল স্বরাষ্ট্রমন্ত্রক

আদালত আরো জানায় যে, কোপারগাঁও এর মাননীয় এডিশনাল সেশন জাজ শ্রী এস ভি রানপাইস নির্যাতিতার বয়ান রেকর্ড করার সময় এই শব্দ ব্যবহার করেন, তদন্তকারী আধিকারিকের বয়ান রেকর্ডের সময়ও একই ভাবে এই শব্দই ব্যবহার করেন এমনকি রায়ের মধ্যেও ব্যবহার করেন।

আরও পড়ুনঃ ১.১৫ লক্ষ কোটি টাকার অনাদায়ী ঋণের হিসাব মুছে দিল ব্যাংক, জানাল কেন্দ্র

দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আরো জানায় যে, বয়ান রেকর্ডের সময় ওই নির্যাতিতা যথেষ্ট শালীন মারাঠি শব্দ ব্যবহার করেই তাঁর বয়ান দিচ্ছিলেন কিন্তু ট্রায়াল কোর্ট যখন ওই বয়ানই ইংরেজিতে অনুবাদ করে রেকর্ড করে তখনো সেই একই শব্দ বারংবার ব্যবহার করতে থাকেন। আদালত তার কঠোর নিন্দা করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here