সুদীপ পাল,বর্ধমানঃ
পূর্ব বর্ধমানের গোহগ্রাম পঞ্চায়েতের মিঠাপুর গ্রামের ৫ নম্বর সংসদের তৃনমূল পঞ্চায়েত সদস্য উদয় বাগের বাড়িতে বোমা পড়ার ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হল। উদয়বাবু বলেন,আচমকা ভয়ঙ্কর আওয়াজে আমরা সবাই চমকে যাই। উঠোন ধোঁয়ায় ঢেকে গিয়েছে আর আগুন জ্বলছে।উদয়বাবুর অভিযোগ,জয় লাভের পর থেকেই সিপিএম এবং নির্দল প্রার্থী বারবার ‘দেখে নেওয়ার’ হুমকি দিচ্ছিল। অভিযোগের তির সিপিএমের দিকে উঠলেও সিপিএম এই অভিযোগ অস্বীকার করেছে।তাঁদের বক্তব্য, এটা তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন পর্যন্ত সিপিএমের দখলে ছিল এই গ্রামসংসদ।২০১৮ নির্বাচনে এখানে যে ত্রিমুখী লড়াই হয় তাতে বিজেপি ও সিপিএম সমর্থিত নির্দলকে হারিয়ে জয় পেয়েছিলেন তৃনমুলের উদয়বাগ।তারপর থেকেই অশান্তি শুরু। গলসি পুলিশ ঘটনার তদন্ত করছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584